● 'ডা. শামীম বক্ স'- এর ওয়েভ পেজের ফর্মে উল্লেখিত স্থানে রোগীর নাম, ফোন নাম্বার, বয়স, ঠিকানা পূরণ করে বাটনে ক্লীক করিতে হইবে।
● ওয়েভ পেজে তথ্য-পূরণ ফর্মে সিরিয়াল তালিকাভূক্ত করার সময় মোবাইলে ফোনে sms এর মাধ্যমে প্রাপ্ত ভ্যারিফিকেশান কোড নাম্বারটি বক্সে অবশ্যই লেখিতে হইবে এবং এরপর ক্লীক করে সিরিয়ালের ভেরিফিকেশান নিশ্চিত করিতে হইবে। অন্যথায় ঐ তালিকাভুক্তি বাতিল বলিয়া গণ্য হইবে।
● 'ডা. শামীম বক্ স'- এর ওয়েভ পেজ থেকে নির্দিষ্ট দিনের জন্য একটি মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে সিরিয়াল তালিকাভুক্ত করিতে হইবে। এরপর সাক্ষাতপ্রাপ্ত তারিখ-সময়ের একঘন্টা পূর্বে 'বখ্ স ফার্মাসী' ঠিকানা থেকে রেজিস্ট্রেশান পেপার অবশ্যই সংগ্রহ করে ডাক্তারের চেম্বারে নির্দিষ্টে সময়ে উপস্থিত থাকিতে হইবে এবং সাক্ষাতকালে সংগৃহীত রেজিস্ট্রেশান কাগজটি চেম্বারে প্রদর্শন করিতে হইবে।
● তালিকাভুক্ত হয়েও কোনো রোগী যদি নির্দিষ্ট তারিখে রেজিস্ট্রেশান পেপার সংগ্রহ না করে, তবে ঐ রোগীর নাম, ফোন নাম্বার এবং ঠিকানা ওয়েভ পেজে ব্লক করে রাখা হইবে। এতে ঐ রোগী পুনরায় ডাক্তারের সিরিয়ালের জন্য তালিকাভুক্ত হইতে আর সুযোগ পাইবে না ।
● 'বখ্ স ফার্মেসী' এর সিরিয়াল-ব্যবস্থাপনা ব্যতীত অন্য কোন মাধ্যম থেকে প্রাপ্ত কাগজ বা অনুরোধ-সাহায্য 'ডা. শামীম বক্ স'- এর সাক্ষাতপ্রাপ্তির জন্য কখনো স্বীকৃত হইবে না ।
● ওয়েভ পেজে তথ্য-পূরণ ফর্মে মিথ্যা বা বানোয়াট তথ্য দিয়ে প্রাপ্ত তালিকাভুক্তি অগণ্য বলিয়া বাতিল হইবে।
● ওয়েভ পেজে চলতি সপ্তাহের ৬ দিনের সিরিয়াল নিবন্ধকরণ সম্পন্ন হইলে পরবর্তী সপ্তাহে সিরিয়ালের জন্য শুক্রবারের যেকোনো সময় থেকে পুনরায় নিবন্ধিত করিতে পারিবে।
● সিরিয়াল ব্যাবস্থাপনা প্রয়োজনীয় শর্তে আবদ্ধ এবং প্রযোজ্য।